মানবতার কল্যাণে, সুন্নাহর পথে…

আন-নুর ফাউন্ডেশন

An-Nur Foundation

শিক্ষা

সেবা

দাওয়াহ

শীতার্ত মানুষের জন্য প্রথম ধাপের কম্বল কেনা সম্পন্ন হয়েছে

আলহামদু লিল্লাহ,
শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য প্রথম ধাপের কম্বল কেনা সম্পন্ন হয়েছে আজ। আমরা একটু মোটা ও ভালো মানের কম্বল দেয়ার চেষ্টা করছি। তাই প্রতিটি কম্বলের দাম পড়েছে ৩৪০/- (তিন শত চল্লিশ) টাকা।
আগামীকাল বিতরণ শুরু হবে ইন শা আল্লাহ।
আন-নুর ভলান্টিয়ার টিম আগামীকাল রাতে নগরের বিভিন্ন স্পট যেমন: রেলস্টেশন, ফুটপাত, ফ্লাইওভারের নিচে, শপিং মলের সামনে শুয়ে থাকা অসহায় মানুষগুলোকে কম্বল বিতরণ করবে ইন শা আল্লাহ।
আমরা আপনাদের খালেছ দু’আ ও ভালোবাসা চাই।