আলহামদু লিল্লাহ,
শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য প্রথম ধাপের কম্বল কেনা সম্পন্ন হয়েছে আজ। আমরা একটু মোটা ও ভালো মানের কম্বল দেয়ার চেষ্টা করছি। তাই প্রতিটি কম্বলের দাম পড়েছে ৩৪০/- (তিন শত চল্লিশ) টাকা।
আগামীকাল বিতরণ শুরু হবে ইন শা আল্লাহ।
আন-নুর ভলান্টিয়ার টিম আগামীকাল রাতে নগরের বিভিন্ন স্পট যেমন: রেলস্টেশন, ফুটপাত, ফ্লাইওভারের নিচে, শপিং মলের সামনে শুয়ে থাকা অসহায় মানুষগুলোকে কম্বল বিতরণ করবে ইন শা আল্লাহ।
আমরা আপনাদের খালেছ দু’আ ও ভালোবাসা চাই।