মানবতার কল্যাণে, সুন্নাহর পথে…

আন-নুর ফাউন্ডেশন

An-Nur Foundation

শিক্ষা

সেবা

দাওয়াহ

কর্জে হাসানা প্রজেক্ট চালু

আন-নুর ফাউন্ডেশন এর কর্জে হাসানা প্রজেক্ট চালু

আন-নুর ফাউন্ডেশনের প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে কর্জে হাসানা প্রজেক্ট। যেটি সুদের একমাত্র বিকল্প পদ্ধতি।
আন-নুর ফাউন্ডেশন আজ এমন একজনকে কর্জে হাসানা দিয়েছে যে ব্যক্তি পারিবারিক প্রয়োজনে মাত্র ১০০০/- (এক হাজার) অগ্রীম বেতন চাইতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন। তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি ও জানি। তিনি ঘটনাটি আমার কাছে বর্ণনা করলে আমি ফাউন্ডেশনের কর্জে হাসানা প্রজেক্টটি আজ প্রথম বারের মত চালু করলাম।

কর্জে হাসানা দেওয়া এত উত্তম কাজ যে স্বয়ং আল্লাহ তায়ালা কর্জে হাসানা দিতে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেন,
তোমাদের মধ্যে কে আল্লাহকে কর্জে হাসানা দেবে? আল্লাহ বহুগুণ প্রবৃদ্ধিসহ তা ফেরত দেবেন। [সূরা বাকারা:২৪৫]

উল্লেখ্য, কেউ চাইলে ফাউন্ডেশনের কর্জে হাসনা প্রজেক্টে নির্দিষ্ট মেয়াদের জন্য কর্জে হাসানা দিতে পারে। যেখান থেকে ফাউন্ডেশন কর্জে হাসানা প্রজেক্টটি চালু রাখবে। আল্লাহ আমাদের সকলের নেক আমলগুলো কবুল করুক।