মানবতার কল্যাণে, সুন্নাহর পথে…

আন-নুর ফাউন্ডেশন

An-Nur Foundation

শিক্ষা

সেবা

দাওয়াহ

আন-নুর শীতকালীন হাদিয়া প্রকল্প- ২০২৪-২৫ ইং

আলহামদু লিল্লাহ।
আমাদের প্রথম ধাপের শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
আমাদের এ কার্যক্রম জানুয়ারি শেষ পর্যন্ত চলবে ইন শা আল্লাহ।

প্রিয়নবী (সা.) ইরশাদ করেন,
যে মুসলমান অপর কোনো মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করবে, আল্লাহ তাকে জান্নাতে সবুজ বর্ণের পোশাক পরাবেন।
[আবু দাউদ, হাদিস : ১৭৫২)]

আলহামদুলিল্লাহ!

গত পরশু (১৩/১২/ ‘২৪) আন-নুর ভলান্টিয়ার টিম সুবিধাবঞ্চিত শীতার্তদের শীতবস্ত্র হাদিয়া দিতে গভীর রাতে বের হয়েছিল। তারা যথাসাধ্য চেষ্টা করেছে ওই সমস্ত সুবিধাবঞ্চিত শীতার্তদের নিকট হাদিয়াগুলো দিতে যাদের সাহায্য দেয়ার মত আসলেই কেউ নেই। যারা বিচ্ছিন্ন ভাবে একা একা এই কনকনে শীতের রাতে রাস্তার উপরে কিংবা ব্রীজের নিচে কিংবা রেল স্টেশনে গৃহহীন হয়ে শুয়ে ছিলো।

আন-নুর ভলান্টিয়ার টিম টেক্সটাইল এলাকা হতে ২নং গেইট, ষোলশহর রেল স্টেশন, মুরাদপুর, বহদ্দারহাট, জিইসি মোড়, অক্সিজেন-সহ আশপাশের এলাকাগুলোতে ঘুরে ঘুরে অসহায় ব্যাক্তিদের নিকট হাদিয়াগুলো পৌঁছে দেয়ার চেষ্টা করেছে।

ইন শা আল্লাহ! আমরা এই পুরো ডিসেম্বর ও জানুয়ারি জুড়ে প্রতি সপ্তাহে ২/১ দিন করে চট্টগ্রাম মহানগরের আরো অন্যান্য এলাকাগুলোতেও আমাদের ‘ আন-নুর শীতকালীন হাদিয়া প্রকল্প’ চালিয়ে যাওয়ার চেষ্টা করবো। এতে আপনার শারীরিক, মানসিক, আর্থিক সহোযোগিতা কামনা করছি।

Ref: Sirron Sadaqah Fund
Account Name: An-Nur F.
A/C no. 2050 304 01 00157613
Islami bank
O.R. Nizam Road Branch
Chittagong

bKash | Nagad | CellFin: 01858-149618 (personal)