মানবতার কল্যাণে, সুন্নাহর পথে…

আন-নুর ফাউন্ডেশন

An-Nur Foundation

শিক্ষা

সেবা

দাওয়াহ

দ্বীনিয়াত কোর্সের (২য় ব্যাচ) সর্বশেষ ক্লাস আজ সম্পন্ন হয়েছে

আলহামদু লিল্লাহ।
দ্বীনিয়াত কোর্সের (২য় ব্যাচ, ফিমেল) ১২তম ও সর্বশেষ ক্লাস আজ সম্পন্ন হয়েছে।
ক্লাস নিয়েছেন ডা. সুলতানা আফরোজ।
সর্বশেষ ক্লাস হিসেবে আমিও উপস্থিত ছিলাম। তাদের কাছে জানতে চাইলাম— তারা এই এই কোর্সের মাধ্যমে কী কী শিখতে পেরেছে। তাদের একজনের কথা শুনে থ হয়ে গেলাম। তিনি বললেন, আমরা জানতাম না সাহু সিজদা কী। আগে নামাজে ভুল নামাজ ভেঙে আবার নতুন করে পড়তাম। এই কোর্সের মাধ্যমে জানতে পেরেছি— নামাজে ভুল হলে সাহু সিজদা দিলে নামাজ হয়ে যায়।

আগামী জুমাবার তাদের অ্যাসেসমেন্ট, প্রথম তিনজনকে পুরস্কার বিতরণ, সমাপনী অনুষ্ঠান এবং আরেকটি নতুন ব্যাচের উদ্ভোধনী অনুষ্ঠান হবে ইন শা আল্লাহ।
আজকে প্রত্যেক শিক্ষার্থী হাদিয়া হিসেবে পেয়েছে

  • সয়াবিন তেল – ১ লিটার
  • চিপস- ২টি

এই কোর্সের মাধ্যমে একজন শিক্ষার্থী ইসলামের মৌলিক বিষয়গুলো শিখতে পেরেছে আলহামদু লিল্লাহ।

বি.দ্র. যখন খ্রিস্টান মিশনারীরা এ দেশের গরীব মানুষের দারিদ্র্যের সুযোগ নিয়ে কোটি কোটি টাকা খরচ করে তাদের খ্রিষ্টান বানানোর পাঁয়তারা করছে তখন আন-নুর ফাউন্ডেশন তাদের মোকাবেলায় এই ক্ষুদ্র পরিকল্পনা হাতে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন এদেশের মুসলমানদের ঈমান রক্ষায় আমাদেরকে এগিয়ে আসার তাওফীক দান করুক। আমীন।