আলহামদুলিল্লাহ!
আন-নুর ফাউন্ডেশনের ডেইলি সাদাকাহ প্রজেক্ট এর মাধ্যমে আজ কক্সবাজার সুরতিয়া ফাযিল মাদরাসার কয়েকজন ছাত্র-ছাত্রীদের মাঝে খাতা-কলম বিতরণ সম্পন্ন হয়েছে।
হয়তো আপনার একটি ছোট্ট দানই কোনো শিশুর হাতে বই তুলে দেয়, কোনো স্বপ্নকে ডানা মেলে দেয়, কোনো জীবনে ছড়িয়ে দেয় আলো।
হে আল্লাহ! আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কবুল করুন, সকল দাতা-দাত্রীকে দুনিয়া ও আখিরাতে অফুরন্ত প্রতিদান দিন, আর এটিকে করে দিন চিরস্থায়ী সাদাকাহ জারিয়া।
