মহৎ এই উদ্যোগ ও সাদকায়ে জারিয়া কাজে শামিল হলে আপনি কী প্রতিদান পাবেন?
আল্লাহর পথে ব্যয় ও সৎ কাজে সহযোগিতার প্রতিদান কী হবে, তা বলে দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা।
তিনি বলেন,
যারা নিজেদের ধনসম্পত্তি আল্লাহর পথে ব্যয় করে, তাদের এই সৎদান এমন একটি শস্যবীজ, যাতে উৎপন্ন হয় সাতটি শিষ আর প্রতিটি শিষে থাকে শত শস্য দানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ প্রবৃদ্ধি দান করেন। আল্লাহ অনন্ত প্রাচুর্যময়, সর্বজ্ঞ। [সূরা বাকারা: ২৬১]
বিখ্যাত সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তা’আলা থেকে বর্ণিত- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে লোক কোনো ঈমানদারের দুনিয়া থেকে কোনো মুসিবত দূর করে দিবে, আল্লাহ তা’আলা বিচার দিবসে তার থেকে মুসিবত সরিয়ে দিবেন। যে লোক কোনো দুঃস্থ লোকের অভাব দূর করবে, আল্লাহ তা’আলা দুনিয়া ও আখিরাতে তার দুরবস্থা দূর করবেন। যে লোক কোনো মুসলিমের দোষ-ত্রুটি লুকিয়ে রাখবে, আল্লাহ তা’আলা দুনিয়া ও আখিরাতে তার দোষ-ত্রুটি লুকিয়ে রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাই-এর সহযোগিতায় আত্মনিয়োগ করে, আল্লাহ ততক্ষণ তার সহযোগিতা করতে থাকেন। [সহিহ মুসলিম: ৬৭৪৬]
আসুন,
অসহায় মানুষের পাশে দাঁড়াই,
তাদের মুখে হাসি ফুটাই।