মানবতার কল্যাণে, সুন্নাহর পথে…

আন-নুর ফাউন্ডেশন

An-Nur Foundation

শিক্ষা

সেবা

দাওয়াহ

কেন আন-নুর ফাউন্ডেশন?

কেন আন-নুর ফাউন্ডেশন?

দেশব্যাপী শহর-উপশহরের বস্তি এলাকা ও গ্রাম-গঞ্জে বসবাসরত বহু মুসলিম নারী-পুরুষ আছে, আল্লাহ সম্পর্কে যাদের সঠিক কোনো ধারণাই নেই। এমনও অনেকে আছে যারা আখেরি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর নামটা পর্যন্ত জানে না। পক্ষান্তরে, তারা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে এসব শিখবে, জানবে; সে- ফিকির, সময়, সুযোগ কোনোটিই তাদের নেই। তাই আন-নুর ফাউন্ডেশন এ ধরণের মানুষের জন্য উপ-প্রাতিষ্ঠানিক স্বল্প মেয়াদী কোর্সের মাধ্যমে বেসিক দ্বীনিশিক্ষা নিশ্চিত করতে চায়। পাশাপাশি, যুবসমাজকে পশ্চিমা অপসংস্কৃতির সয়লাব থেকে বাঁচাতে অনলাইন-অফলাইনে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে পশ্চিমা সংস্কৃতির ধ্বংসাত্মক চোবল থেকে তাদের রক্ষা করতে চায়।

এ ছাড়া, আন-নুর ফাউন্ডেশন সমাজের সুবিধা-বঞ্চিত বিভিন্ন শ্রেণির মানুষের জন্য নানা রকমের প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে তাদের মৌলিক চাহিদা পূরণ করতে বদ্ধ পরিকর।

এ সব পরিকল্পনা ও প্রজেক্ট বাস্তবায়নের জন্য আন-নুর ফাউন্ডেশন সবার দু’আ, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করে। আপনিও এই নতুন চিন্তা-ফিকিরের সঙ্গী হবেন, এ মহৎ উদ্যোগ ও সাদকায়ে জারিয়া কাজে শামিল হবেন, সে- প্রত্যাশায়…।