সদস্য হওয়ার আহবান
আন-নুর ফাউন্ডেশনে আজীবন সদস্য ও দাতা সদস্য সংগ্রহ করা হচ্ছে। আজীবন সদস্য ও দাতা সদস্যগণ ফাউন্ডেশনের কল্যাণার্থে যেকোনো সুপরামর্শ দিতে পারবেন। এ দুটি পরিষদের সদস্যগণ থেকে নেওয়া এককালীন অনুদান দিয়ে ‘আন-নুর কমপ্লেক্স’ নামে একটি ইসলামিক সেন্টার গড়ে তোলা হবে ইন শা আল্লাহ।
“(সত্যিকার সৎকর্মশীল হচ্ছে তারা) যারা অভাবী, এতিম ও বন্দিকে খাবার দান করে”
[সুরা দাহর- ০৮]
1. আজীবন সদস্য
যারা ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে পঞ্চাশ হাজার বা তদূর্ধ টাকা ফাউন্ডেশনের তহবিলে দান করবেন, তারা ফাউন্ডেশনের আজীবন সদস্য হবেন।
2. দাতা সদস্য
যারা ফাউন্ডেশনের কল্যাণার্থে এককালীন কমপক্ষে বিশ হাজার বা তদূর্ধ টাকা ফাউন্ডেশনের তহবিলে দান করবেন, তারা ফাউন্ডেশনের দাতা সদস্য হবেন।
বি.দ্র. দাতা ও আজীবন সদস্যগণ আমৃত্যু ফাউন্ডেশনের সদস্য থাকবেন।ফাউন্ডেশনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী তাঁদের পরামর্শ চাওয়া হবে এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে।
সদস্য হওয়ার নিয়ম
- ফাউন্ডেশনে দানকৃত অর্থ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই কুরআন ও সুন্নাহর অনুসারী এবং শিরক ও বিদআত থেকে মুক্ত হতে হবে।
- সদস্য ফি বাবদ প্রদেয় অর্থ সম্পূর্ণ হালাল উৎস থেকে হতে হবে।
- ফাউন্ডেশনের নির্ধারিত ফরম পূরণ করতে হবে।