মানবতার কল্যাণে, সুন্নাহর পথে…

আন-নুর ফাউন্ডেশন

An-Nur Foundation

শিক্ষা

সেবা

দাওয়াহ

কার্যক্রম

কার্যক্রম

আন-নুর ফাউন্ডেশনের খেদমতের প্রধান ক্ষেত্র তিনটি:

  • শিক্ষা
  • সেবা
  • দাওয়াহ

শিক্ষা কার্যক্রম

দ্বীনিয়াত: নিম্নোক্ত শ্রেণির নারী-পুরুষদের বেসিক দ্বীনিশিক্ষা নিশ্চিত করাই দ্বীনিয়াত প্রজেক্টের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য-

  1. শহর-উপশহরের বস্তি এলাকা ও গ্রাম-গঞ্জে বসবাসরত নারী, যারা মৌলিক দ্বীনিশিক্ষা থেকে বঞ্চিত, তাদের জন্য উপ-প্রাতিষ্ঠানিক জীবনঘনিষ্ঠ স্বল্প মেয়াদী ইসলামি শিক্ষা কোর্সের আয়োজন।
  2. গ্রামে-গঞ্জে সন্ধ্যাকালীন মসজিদ ভিত্তিক বয়স্ক শিক্ষা চালু করণ।
  3. কর্মজীবী নারী-পুরুষের জন্য বিভিন্ন মেয়াদী দ্বীনিশিক্ষা কোর্সের আয়োজন।

ইলমিয়াত: সারা দেশে থেকে বাছাইকৃত প্রখর মেধাবী এতিম শিশুদের পড়ালেখার দায়িত্ব গ্রহণ।

আখলাকিয়াত: অপসংস্কৃতির মোকাবেলায় কিশোর ও যুবক-যুবতীদের জন্য শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন।

“জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরয”
[সুনানু ইবনু মাজাহ- ২২৪]

সেবা কার্যক্রম

কর্জে হাসানা:
স্বল্প আয়ের সৎ ও দ্বীনদার কর্মজীবীদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কর্জে হাসানা প্রদান।

ইনসানিয়াত:
বিধবা ও কর্মক্ষমতা-রহিত অসহায় বৃদ্ধ মানুষের দায়িত্ব গ্রহণ।

মা’য়ীশাত:
যুগোপযোগী কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান।

সিররুন সাদকাহ:
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ এলাকায় ত্রাণ-সহায়তা প্রদান এবং সুপেয় পানির সুবিধা বঞ্চিত অঞ্চলে নলকূপ ও জলাধার স্থাপন।

সাল্লাহ রামাদ্বানিয়াহ:
গরীব ও অভাবী মানুষের মাঝে রামাদ্বান মাসে ইফতার সামগ্রী বিতরণ।

তুহফাতুল ঈদ:
ঈদের আনন্দ ভাগাভাগী করার লক্ষ্যে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী ও কুরবানীর গোশত বিতরণ।

দাওয়াহ কার্যক্রম

  • ভ্রাম্যমান ইসলামি পাঠাগার প্রতিষ্ঠা
  • সহিহ আক্বীদা সম্বলিত বইপত্র প্রকাশ ও বিতরণ
  • পেরেন্টিং ও ফ্যামেলী কাউন্সেলিং
  • শারয়ী’ প্রেসক্রিপসন সেন্টার স্থাপন
  • যুবক-যুবতীদের জন্য নাসিহা প্রোগ্রাম
  • শিশুদের জন্য শারয়ী’ বিনোদন কেন্দ্র স্থাপন